গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

আবু সাইদ শওকত আলী ঝিনাইদহ:- গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে

কুপিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ সোমবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে

টেলিভিশন সাংবাদিক ফোরাম। এতে একাত্বতা ঘোষনা করে ঝিনাইদহ জেলা বিএনপি, দোকান

মালিক সমিতি, সামাজিক ঐক্য জোট ও মানবাধিকার সংগঠন আমাসুফ। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে

জেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,

টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি শিপুল জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, সাংগঠনিক

সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

আমিনুল ইসলাম লিটন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা গণমাধ্যমের ¯^াধীনতার ওপর

ভয়াবহ আঘাত উল্লেখ করে বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *