জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলারনপিয়ারাতলায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের বিষপানে
আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম আসলাম হোসেন (২৫)। তিনি উপজেলার মনোহরপুর
ইউনিয়নের পেয়ারাতলা কাজীপাড়া এলাকার আব্দুল গণির ছেলে।
ঘটনাটি ঘটেছে রোববার (১০ আগস্ট) দুপুর প্রায় ১২টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর
থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসলাম হোসেন দীর্ঘ চার বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায়
জীবনযাপন করছিলেন। এ সময়ে তিনি প্রায়ই এলোমেলোভাবে এলাকায় ঘুরে বেড়াতেন।
তিনি বিবাহিত এবং হাসান নামে পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। স্ত্রী রেশমা খাতুন (২০) অন্যের
বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন।
রবিবার সকাল ১১টার দিকে আসলাম হোসেন বাড়ি থেকে বের হয়ে পেয়ারাতলা বাসস্ট্যান্ড এলাকায় বসে
ছিলেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি বিষপান করেছেন।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও দুপুরে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আসলাম মানসিকভাবে অসুস্থ থাকায় অনেক সময় নিজের খাওয়া-দাওয়া
ও চলাফেরায় নিয়ন্ত্রণ রাখতে পারতেন না। তবে তিনি কোথায় বা কিভাবে বিষ পান করেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত নন।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।