আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা: চোরাকারবারি ধরতে গিয়ে প্রাণ হারালেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাহসী সদস্য
মাসুম বিল্লাহ। ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
বিজিবি সূত্র জানায়, গতকাল দায়িত্ব পালনকালে
চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় চোরাকারবারিদের পিছু নেন মাসুম বিল্লাহ।
এ সময় নৌকা ডুবে গেলে তিনি নিখোঁজ হন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অবশেষে তাকে ইউনিফর্ম পরা অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলামসহ সহকর্মীরা নদীর পাড়ে অবস্থান করে খোঁজ চালান।
সহকর্মী হারানোর বেদনায় শোকাহত বিজিবি সদস্যরা জানান, মাসুম বিল্লাহ ছিলেন অত্যন্ত সাহসী
ও দায়িত্বশীল। দেশের জন্য জীবন উৎসর্গ করে তিনি অমর হয়ে থাকবেন।
মাসুম বিল্লাহর পরিবারের সদস্যরা তার মৃত্যুতে ভেঙে পড়েছেন।সহকর্মীরা বলছেন, তার রেখে যাওয়া
বিজিবি ইউনিফর্ম শুধু একটি পোশাক নয় এটি হয়ে থাকবে এক অনন্ত দেশপ্রেম ও ত্যাগের প্রতীক।
এই মাটি, এই আকাশ, এই মানুষ—যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন স্মরণ করবে এই বীরকে, যিনি জীবন
দিয়ে শিখিয়ে গেছেন দেশপ্রেম ও দায়িত্ববোধের মানে।