কুষ্টিয়ায় সাংবাদিককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

বিশেষ প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় এক সাংবাদিককে হাতুড়ি, ইট ও লোহার রড

দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগউঠেছে। আহত সাংবাদিকের নাম ফিরোজ আহমেদ (৫৫)তিনি

স্থানীয় দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বিজিবি

সেক্টরপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত ফিরোজ আহমেদকে আশঙ্কাজনক

অবস্থায় প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফিরোজ আহমেদের পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে ফিরোজের নাতি ও একই এলাকার

প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করার সময়

তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ

করছিল। অভিযোগ অনুযায়ী, সোমবার ভোরে নামাজ পড়তে স্থানীয় মসজিদে যাওয়ার সময় মিলনসহ ৪-৫

জন ফিরোজের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে

ফিরোজের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে আশপাশের

লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন,

ফিরোজ আহমেদের মাথায় গভীর আঘাত লেগেছে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন,সাংবাদিকের ওপর হামলার খবর

পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি,তবে বিষয়টি

গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত মিলন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান

জোরদার করা হয়েছে। এই হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় সাংবাদিক

মহলে ক্ষোভ দেখা দিয়েছে।অনেকেই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *