মহেশপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

রিমন হোসেন,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক

কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতের নাম মোবারক হোসেন

ওরফে মোবা (৪৪)। তিনি মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক চন্দ্র জানান, সোমবার (১১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের

ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এর তত্ত্বাবধানে পরিদর্শক

শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি বিশেষ রেইডিং টিম গঠন

করা হয়। অভিযান চালানো হয় সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামে। এসময় মোবারক হোসেনের কাছ থেকে ২৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে স্থানীয়ভাবে

বিক্রি করার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধারণা করছে,

এই ইয়াবাগুলো মিয়ানমার থেকে চোরাচালান হয়ে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।

এ ঘটনায় পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে

একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বর্তমানে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার

সহযোগী ও সরবরাহকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক চন্দ্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে

বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কোনো ভাবেইমাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *