পাপন চৌধুরী,ঝিনাইদহ প্রতিনিধি:-
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত দেশের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঝিনাইদহে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
রোববার (তারিখ) সকালে শহরের জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ফারহান প্যালেসের
তৃতীয় তলায় এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন হয়।
ফিতা কেটে শাখার কার্যক্রমের শুভ সূচনা করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার
জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ঝিনাইদহ শাখা ব্যবস্থাপক,
স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্রাঞ্চ
ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট এবং বিপুল সংখ্যক গ্রাহক
বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম বলেন, “আস্থা লাইফ ইন্স্যুরেন্স সেনাবাহিনীর
নীতিমালা ও শৃঙ্খলার আলোকে পরিচালিত একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঝিনাইদহের মানুষের কাছে
নিরাপদ, আধুনিক ও সাশ্রয়ী জীবন বীমা সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য।তিনি বীমা খাতেরব
র্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং আস্থা লাইফের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে ঝিনাইদহে বীমা
সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় গ্রাহকরা এখানে
নিরাপদ ও বিশ্বাসযোগ্য সেবা পাবেন, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
উদ্বোধনী কার্যক্রমের এক পর্যায়ে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আস্থা লাইফ ইন্স্যুরেন্স ঝিনাইদহ শাখা শুধু আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং স্থানীয় জনগণের মধ্যে বীমা সচেতনতা বৃদ্ধি করবে।
এর ফলে ঝিনাইদহ ও আশপাশের এলাকায় জীবন বীমার প্রতি আস্থা ও আগ্রহ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর মাধ্যমে ঝিনাইদহবাসী পাবে সেনাবাহিনীর মানদণ্ডে পরিচালিত একটি স্বচ্ছ, সুশৃঙ্খল
ও গ্রাহকবান্ধব জীবন বীমা সেবা, যা ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।