চুয়াডাঙ্গায় উদীচীর  সভাপতি  বদিউর  রহমান ও ওস্তাদ ইসমাইল হোসেনের স্মরণ সভা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

সদ্যপ্রয়াত সাহিত্যিক, সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা উদীচী  শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয়  সংসদের  সভাপতি অধ্যাপক বদিউর

রহমান এবং গীতিকার ও সুরকার, উদীচীর ডিঙ্গেদহ শাখার সভাপতি ওস্তাদ ইসমাইল হোসেনকে স্মরণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টায়

চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায়  সভাপতিত্ব  করেন উদীচী  জেলা সংসদের  সভাপতি হাবিবি জহির রায়হান। আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষক

নেতা কমরেড লুৎফর রহমান, সাহিত্য পরিষদের সাবেক সভাপতি সরদার আলী হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব

আলাউদ্দিন ওমর, ‘অরিন্দম’ পত্রিকার সম্পাদক হিরণ-উর-রশিদ শান্ত, সংলাপ সভাপতি নজির আহম্মেদ, প্রগতি লেখক

সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, চর্চায়নের সাবেক পরিচালক রিগ্যান ইস্কেন্দার, ওস্তাদ ইসমাইলের বন্ধুবর ফকির

মোহাম্মদ, আজিম উদ্দিন মৃধা ও তাঁর পুত্র সাজ্জাদুল ইসলাম।

অধ্যাপক বদিউর রহমানের জীবন ও কর্ম নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আদিল

হোসেন। ওস্তাদ ইসমাইল হোসেনের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন উদীচীর ডিঙ্গেদহ শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর সাত্তার।

অনুষ্ঠানের  শুরুতে প্রয়াত  অধ্যাপক  বদিউর  রহমান, ওস্তাদ ইসমাইল ও যতীন সরকারের স্মরণে এক মিনিট নীরবতা পালন

করা হয়। এরপর শোকসঙ্গীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে ওস্তাদ ইসমাইলের রচিত গান ও কবিতা

পরিবেশন করেন উদীচীর সঙ্গীত বিভাগের শিল্পীরা—তুষার, শাওন ও তাদের দলবল।

স্মরণ সভার সাংস্কৃতিক অংশে ওস্তাদ ইসমাইল হোসেনের জনপ্রিয় ব্যঙ্গাত্মক গান “মানুষ এখন ভাবছে কেমন দ্যাখ”

পরিবেশিত হলে উপস্থিত শ্রোতারা আবেগাপ্লুত হন। গানটিতে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, স্বার্থপরতা ও অসহিষ্ণুতার কড়া সমালোচনা ফুটে ওঠে।

সমগ্র  অনুষ্ঠানটি  সঞ্চালনা  করেন  উদীচীর   কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আহসান বাদশা। উপস্থিত বক্তারা প্রয়াত দুজন

সাংস্কৃতিক কর্মীর অবদানের কথা স্মরণ করে বলেন, তারা ছিলেন সত্য ও সৌন্দর্যের পথে সংগ্রামী, সংস্কৃতি ও মানবতার নিবেদিত সৈনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *