ঢাকাই সিনেমার খলনায়ক আহমেদ শরীফের জন্মদিন আজ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে খলনায়ক চরিত্রে অনন্য অবস্থান গড়ে নেওয়া অভিনেতা আহমেদ

শরীফ আজ তাঁর জন্মদিন উদযাপন করছেন। চার দশকের দীর্ঘ অভিনয়জীবনে তিনি প্রায় ৮০০-এর

বেশি সিনেমায় অভিনয় করেছেন, যা দেশেরচলচ্চিত্রে এক বিরল রেকর্ড।

১৯৭২ সালে সুভাষ দত্ত পরিচালিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক

ঘটে আহমেদ শরীফের। যদিও কৈশোরে তিনি মঞ্চে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সিনেমায় কাজ

করার কথা তখন তাঁর কল্পনাতেও ছিল না। ভাগ্যের মোড় ঘুরে যায় পরিচালক শিবলী সাদিকের হাত ধরে।

শিবলী সাদিকের মাধ্যমে পরিচয় হয় সুভাষ দত্তের সঙ্গে, আর সেখান থেকেই শুরু হয় তাঁর  চলচ্চিত্রযাত্রা।

পারিবারিকভাবেও চলচ্চিত্রের সঙ্গে ছিল তাঁর সম্পর্ক। তাঁর বাবার কুষ্টিয়ায় একটি সিনেমা হল ছিল।

সেই সুবাদে ঢাকা থেকে নিয়মিত সিনেমার রিল আনা-নেওয়ার কাজ করতেন তিনি।

এই যাতায়াতের মাধ্যমেই চলচ্চিত্র অঙ্গনের মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়।১৯৭২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে

খলনায়ক, ভিলেন ও চরিত্রাভিনেতা হিসেবে অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ

শরীফ। তাঁর অভিনীত বহু সংলাপ ও চরিত্র আজও দর্শকদের স্মৃতিতে অম্লান।

আজ জন্মদিনে ভক্ত ও সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দীর্ঘ অভিনয়জীবনের জন্য শ্রদ্ধা স্মরণ করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *