চুয়াডাঙ্গায় মাদক মামলায় রশিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি:-

চুয়াডাঙ্গায় মাদক মামলায় রশিদা বেগম (৫৯) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সাথে ৫ হাজার টাকা জরিমানা করাহয়,জরিমানা না দিলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন

মাতুব্বর রশিদা বেগমের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রশিদা বেগম চুয়াডাঙ্গা সদর

উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল

আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রশিদা বেগমকে ৪৭ বোতল

ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করা হয়।

ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম সদর থানায়

দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের জানুয়ারিতে উপ-পরিদর্শক আবুল

কালাম আজাদ চার্জশিট দাখিল করেন।

মামলায় মোট আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণের পর বুধবার আদালত রায় ঘোষণা করে।

এই বিষয়ে পিপি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু সংবাদমাধ্যমকে রায় কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *