কোটচাঁদপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।উহারা প্রচার করুক হিংসা-বিদ্বেষ

আর নিন্দাবাদ” “আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার

(১৫ আগষ্ট ) সকাল আটটার সময় উক্ত প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী

কোটচাঁদপুর উপজেলা শাখার আমির ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম।

সে সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান,পৌর আমীর

মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক

এবং জামায়াত মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী প্রভাষক শরিফুল ইসলাম,সাবেক উপজেলা ভাইস

চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইন, বায়তুল মাল সম্পাদক মাষ্টার রেজাউল ইসলাম, কুশনা ইউনিয়ন পরিষদের

সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান খাঁন টিটো, এলাঙ্গী ইউনিয়ন আমির জাহিদুল ইসলাম আওয়াল,

পৌর যুব বিভাগের সভাপতি শাহাবুদ্দিন শাবু, যুব বিভাগের সেক্রেটারি হাফেজ আকিমুল ইসলাম ও

উপজেলা তা’লিমুল কোরান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন  প্রমুখ।

আসন্ন অধ্যাপক মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই করতে এ প্রীতি ফুটবল ম্যাচের

আয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌরসভার আয়োজনে উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন

(পৌরসভার নয়টি ওয়ার্ড ও শ্রমিক কল্যাণ

ফেডারেশন দুই টিমে ভাগ হয়ে) শহীদ এনামুল হক ফুটবল একাদশ (ক্যাপ্টেন নাসিরউদ্দিন)বনাম শহীদ আবুল কালাম ফুটবল একাদশ ( শাহিন ক্যাপ্টেন)।

খেলার প্রথমার্ধের আঠারো মিনিটের মাথায় শহীদ আবুল কালাম একাদশের পক্ষে গোল করে দলকে এগিয়ে নেন তানজিল। দ্বিতীয়ার্ধের তের মিনিটের

মাথায় দলকে বিজয়ী করার আরো একধাপ এগিয়ে নিতে দ্বিতীয় গোলটিও করেন তানজিল। ১৭ মিনিটের মাথায় একই দলের পক্ষে তৃতীয় গোলটি করেন

মাহমুদ। শেষ সময়ে শহীদ এনামুল হক একাদশের পক্ষে একটি গোল করে পরাজয়ের ব্যবধান কিছুটা

কম আনেন রিয়াজ। নির্ধারিত একঘন্টার খেলায় শহীদ আবুল কালাম একাদশ তিন এক গোলে শহীদ এনামুল

হক একাদশকে পরাজিত করেন। দুই গোল করার কৃতিত্বে খেলার ম্যান অফ দি ম্যাচ হন তানজিল।

খেলা পরিচালনা করেন অমেদুল হক , লাইন ম্যানে ছিলেন,সাইফুদ্দিন ও আমিনুর রহমান ছট্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *