পাপন চৌধুরী, ঝিনাইদহ প্রতিনিধি:-
ইন্টার মায়ামি যেন এখন লিওনেল মেসির বন্ধুদের আশ্রয়স্থল। লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও
বুসকেটস-বার্সেলোনার এই ঘনিষ্ঠ বন্ধুরা মেসির যুক্তরাষ্ট্রে যোগদানের পরপরই ক্লাবে পৌঁছেছেন।
এখন আর্জেন্টিনা জাতীয় দলের মেসি-ঘনিষ্ঠরাও ধীরে ধীরে ইন্টার মায়ামিতে আবাস গড়ে নিচ্ছেন।
কদিন আগে অ্যাতলেটিকা মাদ্রিদ থেকে সেখানে গেছেন মেসির ‘বডিগার্ড’ রদ্রিগো ডি পল। এবার
ক্লাবটির নজর এসেছে বিশ্বকাপ জয়ে মেসির সঙ্গী
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দিকে। কানাডার ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘ওয়েকিং দ্য রেড’ জানায়,
এমি মার্টিনেজকে দলে নেওয়ার প্রাথমিক আলোচনা শুরু করেছে ইন্টার মায়ামি।
গত সপ্তাহে মায়ামির এক নম্বর গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার হঠাৎ শার্লট এফসিতে যোগ দেওয়ায় মার্টিনেজকে দলে আনার সুযোগ তৈরি হয়েছে।
মেসির সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ক্লাবের আগ্রহ বাড়তে পারে, তবে মার্টিনেজ নিজেই বিশ্বের অন্যতম সেরা
গোলরক্ষক। ড্রেকের ট্রান্সফার থেকে আসা অর্থ দিয়ে ক্লাব সহজেই তাকে নিতে পারবে।
২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ প্রধান
গোলরক্ষক। ভিলার শেষ মৌসুমের সমর্থকদের কাছ থেকে আবেগঘন বিদায়ের পরই ম্যানচেস্টার
ইউনাইটেডে যোগদানের গুঞ্জন ওঠে। তবে ভিলা পাকাপাকিভাবে বিক্রির প্রস্তাব না দিলে মার্টিনেজ
ওল্ড ট্র্যাফোর্ডে যাননি। সৌদি লিগের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছিলেন।
অ্যাস্টন ভিলা মার্টিনেজের জন্য ৪০ মিলিয়ন ইউরো চাচ্ছে। মায়ামি এই অর্থে কিনতে পারবে কিনা, সেটাই
এখন দেখার বিষয়। সফল হলে, মেসি ও রদ্রিগোর সঙ্গে মার্টিনেজের পুনর্মিলন ঘটবে ইন্টার মায়ামিতে।