স্পোর্টস ডেস্ক,গঞ্জেরখবর:-
মোহামেদ সালাহ প্রিমিয়ার লিগের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তৃতীয়বার বর্ষসেরা নির্বাচিত
হয়েছেন। মঙ্গলবার ম্যানচেস্টারের অপেরা হাউজে তাকে ‘প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশন’
(পিএফএ)-এর এই সম্মাননা প্রদান করা হয়।
২০২৪-২৫ মৌসুমে সালাহ ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট করে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন। বর্ষসেরা হওয়ার
দৌড়ে ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেক্সজান্ডার আইজ্যাক, ম্যানচেস্টার
ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, লিভারপুলের
আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার, চেলসির কোল পালমার ও আর্সেনালের ডেক্লান রিচ।
এর আগে ২০১৭-১৮ ও ২০২১-২২ মৌসুমে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মিশরীয় তারকা।
পিএফএ-এর বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছেন
অ্যাস্টন ভিলার মরগান রজার্স, আর চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলারের খেতাব জিতেছেন ম্যানসিটিতে
যোগ দেওয়া গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।