রিমন হোসেন,মহেশপুর প্রতিনিধি:
ভারত থেকে ফেরার পথে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক ৫ বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্তে এ দুটি পৃথক ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩০ মিনিটে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্প কর্তৃপক্ষ মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপি কমান্ডারকে জানায় যে, অবৈধভাবে ভারতে বসবাসরত এক পুরুষ ও দুই নারীসহ মোট
তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। পরে উল্লিখিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিকেল ৩টা ৫৫ মিনিটে সীমান্ত পিলার ৬০/৩১-আর নিকট শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির
কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাদের মহেশপুর থানায় জিডি মূলে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অপরদিকে সকাল ১০টা ৩০ মিনিটে ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিংগাদি ক্যাম্প কর্তৃপক্ষ মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপি কমান্ডারকে জানায়, অবৈধভাবে ভারতে অবস্থান করা দুই বাংলাদেশী নারীকে আটক করা হয়েছে। পরে পরিচয়
নিশ্চিতের পর বিকেল ২টা ৩৫ মিনিটে সীমান্ত পিলার ৫৩/এমপি সংলগ্ন শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটক নারীদের জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন
রয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।