ঢাকায় ঝিনাইদহের আ.লীগের দু’নেতা গ্রেপ্তার

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

রাজধানী ঢাকা  থেকে  ঝিনাইদহ  জেলা  যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং জেলা আওয়ামী

লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকার পান্থপথ থেকে তাদের

আটক করে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন।

ওসি আরও জানান, দুইজনকেই একইসঙ্গে একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট থেকে তারা পলাতক ছিলেন।

তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবিরকর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা এবং বিএনপির

কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ কয়েকটি মামলা রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *