চুয়াডাঙ্গার গর্ব আলী কদর পলাশ সাংবাদিকতা ও বীমা জগতে পরিচিত মুখ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলী কদর পলাশ সাংবাদিকতা ও বীমা জগতে পরিচিত মুখ বাংলাদেশের আঞ্চলিক

সাংবাদিকতার ইতিহাসে কিছু নাম বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে আছে। তাঁদের নিরলস প্রয়াস,

কলমের শক্তি ও সত্যনিষ্ঠ কাজের মাধ্যমে সংবাদপত্র হয়েছে মানুষের আস্থার প্রতীক। তেমনই একজন

কৃতী ব্যক্তিত্ব হলেন আলী কদর পলাশ সাংবাদিক, সম্পাদক এবং বীমা জগতের পরিচিত মুখ। আলী কদর পলাশের কর্মজীবন শুরু হয় স্থানীয়

সাংবাদিকতা দিয়ে। তিনি চুয়াডাঙ্গার জনপ্রিয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রতিষ্ঠাতা।

পরবর্তীতে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে তিনি দায়িত্ব পালন করেন, যেমন, সাবেক নির্বাহী

সম্পাদক, দৈনিক মুক্তকণ্ঠ, সাবেক প্রধান সম্পাদক, দৈনিক মানবকণ্ঠ,সাবেক প্রতিষ্ঠাতা ও প্রধান

সম্পাদক, দৈনিক অধিবেশন, সাবেক প্রতিষ্ঠাতা, প্রকাশক ও প্রধান সম্পাদক, দৈনিক ঝিনাইদহ

বর্তমানে তিনি দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক এই আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

শুধু সাংবাদিকতাতেই সীমাবদ্ধ থাকেননি আলী কদর পলাশ। বরং তিনি বীমা খাতেও সক্রিয়।

এভাবেই তিনি সাংবাদিকতা ও বীমা—উভয় ক্ষেত্রে নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন

আলী কদর পলাশ একাধারে সাংবাদিক, সম্পাদক,

প্রকাশক ও সংগঠক। আঞ্চলিক সাংবাদিকতায় তাঁর অবদান অনস্বীকার্য। চুয়াডাঙ্গার মাটি থেকে উঠে এসে জাতীয় পরিসরে তিনি যে পথচলা তৈরি করেছেন,

তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

চুয়াডাঙ্গার গর্ব আলী কদর পলাশ সাংবাদিকতা ও বীমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *