সংসদে গেলে গাড়ী-ফ্লাট নয়,জনগণের সেবক হতে চাই নলডাঙ্গা ইউনিয়নে কর্মী সমাবেশে-মাও. আবু তালিব

ঝিনাইদহ প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা নায়েবে আমীর ও কালীগঞ্জ-৪ আসনের সম্ভাব্য

সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব বলেছেন,
“আমি যদি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত

হই, তবে সরকারের দেওয়া বিলাসবহুল ফ্ল্যাট বা ৩ কোটি টাকার গাড়ি গ্রহণ করব না।

সাধারণ মানুষের মতোই সাধারণভাবে জীবনযাপন করব। আমি জনগণের সেবক হতে চাই, ভিআইপি নয়।”

সোমবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার

নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর স্কুল মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও

বেকারত্বের অন্ধকার থেকে মুক্ত করতে হবে। সমাজে চাঁদাবাজি ও অনিয়মের কোনো সুযোগ রাখা হবে না।

নারীদের যথাযথ মর্যাদা দেওয়া এবং নতুন প্রজন্মের জন্য আলোকিত সমাজ গড়ে তোলা হবে আমাদের

মূল লক্ষ্য।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর

রহমান। সভাপতিত্ব করেন নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।

এছাড়া উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন

জামায়াতের আমীর ও চেয়ারম্যান প্রার্থী আহম্মদ আলী, ইউনিয়ন সেক্রেটারি আশরাফুল ইসলাম,

সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, আবুবকর, রুহুল আমিন, রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে স্থানীয় বিশিষ্ট

ব্যবসায়ী আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলডাঙ্গা ইউনিয়নের

নায়েবে আমীর মনিরুজ্জামান। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *