জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে ৯ বোতল
ফেনসিডিলসহ মোটর সাইকেলে থাকা তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায়
জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
জীবননগর চৌকস সাব-ইন্সপেক্টর রাসেল হোসেন বলেন, এএসআই জসিম উদ্দিন এবং এএসআই
এসএম রাসেল মিয়া বলেন, আমরা থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে অফিসার
ফোর্স মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জীবননগর পৌর এলাকার মাদক বিরোধী অভিযান শুরু করি।
অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত এলাকা থেকে তিনজন লোক
একটি পালসার মোটর সাইকেল যোগে জীবননগর শহরের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে আমরা
সবাই ওসির নেতৃত্বে জীবননগর – চ্যাংখালী সড়কের আরিফ হোটেলের সামনে রাস্তায় একটি পালসার
মোটর সাইকেল আটক করি। এসময় মোটর সাইকেলে থাকা ৩িনজনকে গ্রেফতার করি।
তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোটর
সাইকেলের সিট কভারের নিচে বিশেষ কৌশলে রাখা ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করি। গ্রেফতারকৃত
মাদক ব্যবসায়ীরা হচ্ছে-উপজেলার শাখারিয়া গ্রামের
মৃত আব্দুল মজিদের ছেলে মাহাবুব
হোসেন(৪৫),আয়ুব আলীর ছেলে মহির উদ্দিন (৪৯) এবং মৃত রেকাত আলীর ছেলে ইসরাইল
হোসেন(৫৫)।তাদের নিকট থেকে ফেনসিডিল বহনকারী পালসার মোটর সাইকেল-১৫০ সিসি,
মোবাইল ফোন ও ফেনসিডিল বিক্রির এক হাজার টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার
সাথে জড়িতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।