জীবননগর অফিস:-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি
মণ্ডলপাড়ায় সাপের কামড়ে বিলকিস খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত
রাত (২৩ আগস্ট) নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বিলকিস খাতুন ওই গ্রামের কওসার আলীর স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে বিলকিস খাতুন পরিবারের সবার সঙ্গে ঘুমাতে যান।
রাত আনুমানিক দুইটার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার গলায় দংশন করে। সাপে কাটার
পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা প্রথমে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে এন্টিভেনম ইনজেকশন মজুত না
থাকায় তার স্বজনরা ফার্মেসি থেকে তা কিনে প্রয়োগ করেন। এরপরও তার শারীরিক অবস্থা অবনতি হলে
কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার সকাল ৯টার
দিকে সেখানে নেওয়া হলে চিকিৎসক বিলকিস খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান,সাপের কামড়ে গৃহবধূর
মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় সচেতনতা ও দ্রুত চিকিৎসা ব্যবস্থা না থাকায় প্রায়ই সাপে দংশনে
প্রাণহানি ঘটে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।