পাপন চৌধুরী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট)
সকালে উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা
আক্তার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহেশপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমান, মহেশপুর ব্যাটালিয়ান (৫৮ বিজিবির) সহকারী পরিচালক মুন্সি
এমদাদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জলিলপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই,
মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দবীর উদ্দিন বিশ্বাসসহ মুক্তিযোদ্ধা প্রতিনিধি,
শিক্ষক প্রতিনিধি, উপজেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আত্মহত্যা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ,
স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন নিয়ন্ত্রণে পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানানো
হয়। এজন্য সামাজিক প্রতিরোধ, সচেতনতামূলক বিলবোর্ড, তারুণ্য মেলা ও শিক্ষামূলক কর্মকাণ্ড
বাড়ানোর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে ইউএনও খাদিজা আক্তার বলেন,
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সর্বদা সচেষ্ট। তবে সামাজিক সচেতনতা ছাড়া শুধু
আইনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়।
সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন এবং উপজেলা ও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।