মহেশপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

রিমন হোসেন, মহেশপুর প্রতিনিধি:-

ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২

মৌসুমে মাসকলাই চাষের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা কৃষি

অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান

অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর মহেশপুর উপজেলার ১ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে

মোট ১ হাজার ২০০ কেজি মাসকলাই বীজ এবং প্রতিজনকে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি

এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং

ফসলের ফলন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ইউএনও খাদিজা আক্তার বলেন, “বর্তমান সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রণোদনা

কর্মসূচির মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো হচ্ছে।”

সভাপতির বক্তব্যে কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা বলেন, “মাসকলাই একটি জনপ্রিয় ডাল ফসল।

মাটির উর্বরতা বাড়ানো ও কৃষকের বাড়তি আয়

বৃদ্ধিতে এই ফসল গুরুত্বপূর্ণ। তাই প্রণোদনা হিসেবে পাওয়া বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করতে হবে।”

বিনামূল্যে সার ও বীজ পেয়ে স্থানীয় কৃষকরা আনন্দ প্রকাশ করেন এবং সরকারের এ ধরনের সহায়তা

তাদের উৎপাদন খরচ কমাতে সহায়ক হবে বলে জানান।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা

, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *