জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে সরকারি ডিলারদের নিকট থেকে ভাড়াটে লোকজনের মাধ্যমে সার সংগ্রহ করে
দোকানে মজুত ও অধিক দামে বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী মিজানুর রহমান ভাড়াটে লোকজনের মাধ্যমে
সরকারি ডিলারদের কাছ থেকে ইউরিয়া সার
উত্তোলন করে নিজের দোকানে মজুত করেন। পরে তিনি তা কৃষকদের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি
দামে বিক্রি করছিলেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন
ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল
আমীনকে অবহিত করলে তার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২
ধারায় ব্যবসায়ী মিজানুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে একই ধরনের
অপরাধ না করার জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন,
“প্রতিটি মৌসুমে মাটি পরীক্ষা করে কৃষি দপ্তর
জীবননগর অঞ্চলের জন্য পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ দেয়। সারের কোনো সংকট হওয়ার কথা নয়।
কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ভাড়াটে লোক দিয়ে ডিলারদের কাছ থেকে সার কিনে দোকানে মজুত
করেন এবং বেশি দামে বিক্রি করেন। এতে প্রকৃত কৃষকরা ডিলারদের কাছ থেকে সার না পেয়ে সমস্যায় পড়েন।”
কৃষি কর্মকর্তারা আরও জানান, অনেক কৃষক
প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার ব্যবহার করেন, যা মাটির উর্বরতা নষ্ট করার পাশাপাশি পরিবেশের জন্যও ক্ষতিকর।