৩০ আগস্ট ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠির জাতীয় প্রতিনিধি সম্মেলন বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি

ময়মনসিংহ অফিস:
আগামী ৩০ আগস্ট ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠির জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫। এতে দেশের সমতল অঞ্চলের ১৪টি জেলার সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বর্ণাঢ্য এই আয়োজনকে ঘিরে জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠি দলের সভাপতি মৃগেন হাগিদক।

তিনি জানান, জাতীয়তাবাদী  ক্ষুদ্র জাতিগোষ্ঠি দল আয়োজিত  এ প্রতিনিধি  সম্মেলনে  বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন ভার্চুয়ালি। আর বিশেষ অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মৃগেন হাগিদক বলেন, “২০০৭ সালে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠি দলের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর বিএনপির সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি পায়। প্রতিষ্ঠার পর থেকেই

আমরা বিএনপির কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে আসছি। এই কারণে গত সরকারের সময়ে আমাদের অনেক নেতা-কর্মী হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েছেন।”

তিনি আরও বলেন,“বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা। বিশেষ করে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার সঙ্গে আমরা গভীরভাবে সম্পৃক্ত।

এ প্রস্তাবের ২ নম্বর ধাপ ‘রেইনবো ন্যাশন’-এর মাধ্যমে সমতল অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠির অন্তর্ভুক্তি এবং ১৬ নম্বর ধাপে অনগ্রসর জাতিগোষ্ঠির অধিকার ও সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,মহানগর

বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. এম.এ হান্নান খান,

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠি দলের সহসভাপতি ড. অঞ্জন কুমার চিছাম, সুবাস চন্দ্র বর্মন, বিন্যামিন আরেং, বিপুল হাজং, প্রশান্ত কুমার সিংহ, হিমাংশু বর্মন, এড. জন যেত্রা প্রমুখ।

বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,“সমতলের ৩৪টি জাতিগোষ্ঠির প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন। আমাদের পরিচয় ধর্ম, বর্ণ বা গোত্র দিয়ে নয়— আমরা সবাই বাংলাদেশি। অথচ বিগত সরকার ক্ষুদ্র

জাতিগোষ্ঠিকে রাজনৈতিক ও সাংবিধানিকভাবে পিছিয়ে রেখেছে। বিএনপি ক্ষমতায় গেলে এ জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার সুরক্ষিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *