এসএম রেদ্বোয়ান,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার
করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা
সম্ভব হয়নি। এতে এলাকায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সেনাবাহিনীর আলমডাঙ্গা ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিকের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে
এ অভিযান পরিচালিত হয়। এতে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. তাইজুল ইসলাম ও সংগীয় ফোর্স অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে হাউসপুর মসজিদপাড়া
এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় হাউসপুর ব্রিজ থেকে কালিদাসপুর সাদা ব্রিজগামী পাকা সড়কের
পশ্চিম পাশে একটি লাটিম গাছের নিচে প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর থেকে ট্রিগার
ও ফায়ারিং পিন সংযুক্ত অবস্থায় ১২.৫০ ইঞ্চি লম্বা একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়।
এলাকার সচেতন মহল বলছে, সীমান্তঘেঁষা এই অঞ্চলে প্রায়ই অবৈধ অস্ত্র উদ্ধার হলেও আসল
অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এতে প্রশ্ন থেকে যায়—কে বা কারা এসব অস্ত্র রেখে যায় এবং
তাদের উদ্দেশ্য কী? শুধু অস্ত্র উদ্ধারে সীমাবদ্ধ
থাকলে সমস্যা সমাধান হবে না; চক্রের মূল হোতা ও তাদের নেটওয়ার্ক ভেঙে না দিলে সাধারণ মানুষ সবসময় ঝুঁকির মধ্যে থাকবে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
পাশাপাশি অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মাদক ও অস্ত্র উদ্ধার হলেও মূল অপরাধী চক্রের
বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে।