জীবননগর নতুনপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

জীবননগর অফিস:

ঝিনাইদহের মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা নতুনপাড়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় তারা বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেন। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সংঘটিত হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ নতুনপাড়া বিওপির হাবিলদার  মাহফুজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত ৬৭/এমপি হতে প্রায়

৪০০ গজ বাংলাদেশের ভেতরে নতুনপাড়া গ্রামের জনৈক সুখির বাড়ির পাশে তল্লাশি চালান। এ সময় ৮২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকগুলো উদ্ধার হলেও অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *