জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,
গ্রামীণ বিরোধ-সংঘাত নিরসন, সন্ত্রাস ও নাশকতা
প্রতিরোধ, কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বক্তারা
সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জীবননগর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি
আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির শাখাওয়াত হোসেন, জীবননগর
প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর জোর দেন
এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে
কাজ করার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচ্য বিষয়গুলোর ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।