অপু দাস, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল কালীগঞ্জ উপজেলার মঙ্গলপোতা
বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় রিদয় হোসেন (২৫) নামে এক চোরকে আটক করা
হয়। তিনি কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের ছামাদ হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত ২৭ জুন
শুক্রবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
মোটরসাইকেলের মালিক কামরুজ্জামান লিটন
দোকানের শাটার নামানোর সময় চাবিসহ রাখা তার মোটরসাইকেলটি সামনে থেকে নিয়ে পালিয়ে যায়
চোর। এ ঘটনায় লিটন কোটচাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর জিডির সূত্র ধরে তদন্তে নামে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর রাতে এসআই মনিরের নেতৃত্বে
পুলিশের একটি দল কালীগঞ্জ উপজেলার মঙ্গলপোতা বাজারে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটর সাইকেলসহ রিদয়কে গ্রেপ্তার করে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন,চুরি হওয়া মোটর
সাইকেল উদ্ধারের পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।” মামলাটি
কোটচাঁদপুর থানায় নথিভুক্ত হয় মামলা নং-০৫/৬৯, তারিখ ১২-০৯-২৫ মোতাবেক।
মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় মালিককামরুজ্জামান লিটন কোটচাঁদপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন এবং গ্রেপ্তারকৃত চোরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।