কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার সম্পাদক মোস্তাফিজুর

আবু সাইদ শওকত আলী ,বিশেষ প্রতিনিধি:-

উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের

দ্বিবার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। (১৩ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত

কোটচাঁদপুর পৌর বাস টার্মিনালে প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও নবচিত্র

প্রতিনিধি খোন্দকার আব্দুল্লাহ বাশার ও সাংগঠনিক সম্পাদক লিখনি সংবাদ প্রতিনিধি রমজান আলী।

সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দৈনিক ভোরের

সময়ের প্রতিনিধি সোহেল চৌধুরী ও দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আপেল।

এ সময় প্রেসক্লাবের ২৬ জন সদস্য তাদের

ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান

আপেল। নির্ধারিত সময় শেষে বেলা দুইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মরতুজা আলী।

সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কোটচাঁদপুর পৌর কাশিপুর কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন ও

প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গণমাধ্যম কর্মী রেজাউল করিম।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণের পর আগামী ১৯ তারিখ উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান।
এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক  সংগঠনের নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *