কোটচাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অপু দাস,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের কোটচাঁদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর

মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী আনিসুল

ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার সরকার, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের

প্রধান শিক্ষক মফিজুর রহমান, কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, শেরখালী

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

সামছুদ্দিন আহমদ, মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, কুশনা

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজনুর রহমান এবং জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান

এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়

গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা

একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন

দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল, দৌড়,লং জাম্প

উচ্চলম্ফসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের মেধা ও দক্ষতার প্রদর্শনী করেন।

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন

শারীরিকভাবে সুস্থ ও সবল হওয়ার সুযোগ পাচ্ছে, তেমনি দলবদ্ধতা ও প্রতিযোগিতামূলক মানসিকতাও

গড়ে উঠছে বলে অতিথিরা মত প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে ইউএনও কাজী আনিসুল ইসলাম বলেন,“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে সৎ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক

হিসেবে গড়ে তোলে। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে আগামী প্রজন্ম জাতীয়

ও আন্তর্জাতিক অঙ্গনে দেশকে গৌরবান্বিত করবে।”

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা।

পুরস্কার গ্রহণ শেষে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ জাগায়।

মাঠে বসে খেলা উপভোগ করতে আসা শত শত দর্শকও আনন্দ ভাগাভাগি করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *