ঝিনাইদহে অস্বচ্ছল মানুষের গোল্ডেন ওয়েলফেয়ার  বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান 

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহে অস্বচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়  স্থানীয় গোল্ডেন

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। 

গোল্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক চন্দন বসু মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাদের।

সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক

মমিনুর রহমান, শহর সমাজ সেবা অফিসার আফাজ উদ্দীন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা

অফিসার (রে:জি) হাসানুজ্জামান, সাংবাদিক ময়না খাতুন,  শুশিল সমাজের  সাদ্দাম হোসেন, মো: সাবু, গোল্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

সমন্বয়কারী উজ্জ্বল কুমার চাকী, অফিস সেক্রেটারী নুসরাত জাহান মেঘলা, এপিও আনোয়ার হোসেন প্রমূখ। 

আলোচনা শেষে প্রধান অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাদের সহ

অতিথিগন ৫০টি শাড়ি ও ৫০ টি লুংগি এবং ১০ জন অস্বচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *