আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
পুলিশ আর সাংবাদিক একই গাছের দুটি পাতা” নরসিংদী পুলিশ সুপারের এই বক্তব্য তাত্ত্বিকভাবে
সুন্দর হলেও বাস্তবতায় এর প্রতিফলন আমরা প্রায়ই দেখি না। সাংবাদিকতা হলো জনগণের পক্ষের
নিরপেক্ষ ও নৈতিক অনুসন্ধান; যেখানে প্রতিটি তথ্য প্রমাণিত হয় প্রতিবেদনের মাধ্যমে। অথচ মাঠপর্যায়ে আমরা বারবার দেখি—কাজের পরিচয় দেওয়া
সত্ত্বেও পুলিশ অনেক সময় সাংবাদিকদের প্রতি উদাসীন, কখনো অবমাননাকর আচরণও করে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হয়রানি, মারধর
মামলার শিকার হওয়া এসব ঘটনার খবর সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে।
উদাহরণস্বরূপ: ২০২৪ সালে রাজশাহীতে একটি দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট করতে গিয়ে স্থানীয়
সাংবাদিকদের উপর হামলার ঘটনা। ২০২৩ সালে চট্টগ্রামে ফুটপাত উচ্ছেদ অভিযান কভার করতে
গিয়ে সাংবাদিককে পুলিশের হেনস্তা। ২০২২ সালে নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়া।
আর সাম্প্রতিক ঘটনাগুলা তো সবার জানা।
এসব ঘটনাই প্রমাণ করে মাঠের বাস্তবতা ও নীতি-আদর্শের মধ্যে একটি বড় ফারাক আছে।
সাংবাদিকদের মূল অস্ত্র কলম ও তথ্যপ্রমাণ। পুলিশ যদি সেটিকে সম্মান না করে, তাহলে জনগণের
জানার অধিকার ক্ষুণ্ণ হয়। তাই “একই গাছের দুটি পাতা” হিসেবে সম্পর্ক রাখতে হলে পুলিশকে
সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদার প্রতি সম্মান জানাতে হবে। তবেই এই কথাটি সত্যি হয়ে উঠবে।
আমরা চাই পুলিশ ও সাংবাদিক একে অপরকে প্রতিপক্ষ নয়, বরং সহযোগী হিসেবে দেখুক।
তথ্য প্রমাণিত সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করলে জনগণের আস্থা বাড়বে
, স্বচ্ছতা বাড়বে, আর এদেশের গণতন্ত্রও শক্তিশালী হবে।