মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে প্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান করার প্রতিজ্ঞার ঘটনায় কেবল প্রেমিকা
ববিতা খাতুন (২৫) বিষপান করে আত্মহত্যা করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রেমিক
শিমুলের (২৮) বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর শহরের গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল কবীর খাঁর ছেলে শিমুলের
সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের ওমান প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী ববিতা খাতুন।
অভিযোগ রয়েছে, বিদেশ থেকে স্বামী টাকা পাঠালে শিমুল বিভিন্নভাবে সেই অর্থ হাতিয়ে নিতেন।
গত ৯ সেপ্টেম্বর সাত বছর পর ওমান থেকে দেশে ফেরেন ববিতার স্বামী আব্দুল গফুর। এরপর থেকেই
সম্পর্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়। এর মধ্যে শিমুল ববিতাকে একসঙ্গে বিষপানের প্রস্তাব দেন। প্রতিজ্ঞা
অনুযায়ী শিমুল একটি বোতল বিষ ববিতার হাতে দেন। তবে কেবল ববিতাই সেই বিষপান করেন।
পরিবারের সদস্যরা জানান, ১৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বিষপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন
ববিতা। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর আগে ববিতা খাতুন একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন—“শিমুল আমাকে বিষপানের জন্য বাধ্য করে। সে বলে, এক বোতল আমি খাব, আরেক
বোতল তুমি খাবে। আমরা দুজন প্রতিজ্ঞা করি। পরে সে আমাকে বিষ দিয়ে চলে যায়। আমি খেয়েছি, কিন্তু সে খায়নি।”
ভিডিওটি মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
ববিতার স্বামী আব্দুল গফুর বলেন, “স্ত্রীর মৃত্যুর পর ভিডিও দেখে আমি সব সত্য জানতে পারি। এরপর শিমুলকে আসামি করে থানায় মামলা করি।”
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন
জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যায় প্ররোচনার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এলাকাবাসীর প্রশ্ন—যে প্রেমিক প্রতিজ্ঞা ভঙ্গ করে প্রেমিকাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, তাঁর শেষ পরিণতি কী হবে?