ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিক
জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হাসাদহ ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
হাসাদাহ বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, দোকানদার, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় ভুষিমাল ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী,
মুদি দোকান, চায়ের দোকান, সিএনজি ওঅটোরিকশা চালক, পাখিভ্যান চালক এবং পথচারীদের হাতে
ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা সংবলিত লিফলেট তুলে দেওয়া হয়।
গণসংযোগ কালে বক্তারা বলেন, ‘ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিক।
দেশের চলমান সংকট কাটিয়ে গণতন্ত্র ফিরিয়ে
আনতে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে হবে।’ তারা জনগণের প্রতি আহ্বান জানান— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট
দিয়ে জনগণের সরকার গঠনে ভূমিকা রাখতে।
এ সময় জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, সদস্য
সচিব কামরুজ্জামান, হাসাদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামীম শেখ,
হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক
সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের মৌলিক
অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতিকের বিজয় এখন সময়ের দাবি। তারা জনগণের পাশে থেকে
সবসময় আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।