চুয়াডাঙ্গা ডিবির অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার চৌকস এসআই নাহিরুলের নেতৃত্বে মাদককারবারী গ্রেফতার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলা   গোয়েন্দা  শাখা  (ডিবি)  পুলিশের সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলামের নেতৃত্বে  বিশেষ ঝটিকা অভিযানে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় একজন

মাদককারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। জানা যায়, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম

মওলা, বিপিএম-সেবা-এর নির্দেশনায় জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১০টা ২০ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানাধীন

 জোয়ার্দ্দারপাড়া  এলাকায়   এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের সামনে ডিবি পুলিশের চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশ নেন ডিবির এসআই (নি:) মোঃ নাহিরুল ইসলাম (অভিযানটির নেতৃত্বে),

এসআই (নি:) জুম্মান খান, এসআই (নি:) মুহিদ হাসান, এএসআই (নি:) মো: মোত্তালেব হোসেন ও এএসআই (নি:) আবু আল ইমরান।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদককারবারী পালিয়ে যায়।

তবে ঘটনাস্থল থেকে মোঃ নাজমুল হোসাইন (৩৮), পিতা-মৃত মানোয়ার হোসেন, মাতা-মৃত

রোকেয়া বেগম, সাং-রামনগর ক্লাবমোড়, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা-কে গ্রেফতার করে পুলিশ।

 পরবর্তীতে স্থানীয়  সাক্ষীদের  উপস্থিতিতে আসামির হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে খাকি টেপে

মোড়ানো ৩০ প্যাকেটে মোট ৫,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ১০ হাজার টাকাগ্রেফতারকৃত নাজমুল

হোসাইনসহ পলাতক সহযোগীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলাম বলোন,আমরা পুলিশ সুপার ন্দকার গোলামওলা, বিপিএম-সেবা-এর নির্দেশে

জেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি জেলাকে মাদক মুক্ত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

যেখানে মাদক আর আইন শৃঙ্খলা বিঘ্ন সেখানেই ডিবিপুলিশের অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *