জীবননগরে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার  জীবননগর  উপজেলায়  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবির

সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জীবননগর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে উপজেলা জামায়াতে ইসলামী

ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশে রূপ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা নায়েবে আমীর

সাখাওয়াত হোসেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, আইটি সম্পাদক হারুন অর

রশীদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি কামাল উদ্দীন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন

ঘটেছে। এখন দেশের জনগণের প্রত্যাশা হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

বক্তারা দাবি জানান,১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন

আয়োজন করতে হবে। ২. জাতীয় নির্বাচনে উভয় পক্ষের জন্য পিআর (প্রোপোরশনালরি

প্রেজেন্টেশন) পদ্ধতি চালু করতে হবে। ৩. অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল দলের জন্য সমান সুযোগের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি

করতে হবে। ৪. ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির সুষ্ঠু

বিচার নিশ্চিত করতে হবে। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করে রাষ্ট্রের নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। বক্তারা

আরও বলেন, জনগণ আজ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ। সরকারের ভেতরে-বাইরে যেকোনো অপশক্তিকে প্রতিহত করে একটি

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায়জামায়াতে ইসলামী সবসময় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে।

সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামীসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *