চুয়াডাঙ্গা প্রতিনিধি:
“Ensuring Access to Environmental Information in the Digital Age”
প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় চুয়াডাঙ্গায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫।
এ উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “তথ্যের অধিকার
গণতান্ত্রিক সমাজের একটি মৌলিক ভিত্তি। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যের উন্মুক্ত প্রবাহ নিশ্চিত করা জরুরি।
ডিজিটাল যুগে সঠিক ও সহজলভ্য তথ্য সাধারণ মানুষকে সচেতন করবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি বলেন, “তথ্য অধিকার আইন সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের
ভূমিকা রাখে। সুশাসন, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে তথ্যপ্রাপ্তির অধিকার কার্যকর ভাবে বাস্তবায়ন করতে হবে।”
এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,
বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা তথ্য অধিকার
আইন-২০০৯ এর কার্যকর বাস্তবায়ন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তথ্যপ্রবাহকে গতিশীল করা এবং
পরিবেশ সংক্রান্ত তথ্য সাধারণ জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশফাকুর রহমান।
উল্লেখ্য, ২০০২ সালে প্রথমবার তথ্য অধিকার দিবস পালিত হলেও বাংলাদেশে ২০০৯ সালে তথ্য
অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এ দিবসকে গুরুত্ব সহকারে পালনের প্রথা শুরু হয়।
বর্তমানে সরকার “ডিজিটাল বাংলাদেশ থেকে “স্মার্ট বাংলাদেশ”
বিনির্মাণে তথ্য অধিকারকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
আলোচনা সভার শেষে অংশগ্রহণকারীদের মাঝে তথ্য অধিকার আইন সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করা
হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য সেবা প্রাপ্তি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।