অপু দাস, ঝিনাইদহ প্রতিনিধি:-
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। মহালয়ার
মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা শুরু হলেও
রোববার (২৮ সেপ্টেম্বর) মহা ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো পূজা পর্ব। দীর্ঘ প্রতীক্ষার
অবসান ঘটিয়ে দেবী দুর্গার মর্ত্যলোকে আগমনে মণ্ডপগুলোতে ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে।
মহা ষষ্ঠীতে দেবীর পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পাঁচ দিনের এই শারদীয় দুর্গোৎসবের কার্যক্রম
শুরু হয়। পূজা মণ্ডপগুলোতে ঢাক-ঢোলের শব্দ, শঙ্খধ্বনি, ধূপের গন্ধ আর আরতির সুরে ভক্তরা মেতে উঠেছেন ভক্তিমূলক পরিবেশে।
ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, এ বছর জেলায় মোট ৪৫৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা
অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে চলছে অর্চনা, প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক
প্রস্তুতি নিয়েছে। ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, “সকল মণ্ডপে
পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার
সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে।”ধর্মীয় সম্প্রীতির এই উৎসবকে
কেন্দ্র করে ঝিনাইদহের শহর থেকে গ্রাম পর্যন্ত এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ভক্ত ও দর্শনার্থীরা
নিরাপদে এবং আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।