ঝিনাইদহে খালে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু, গ্রামে শোকের ছায়া

আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো—দোগাছি গ্রামের রিপন মন্ডলের ৫

বছর বয়সী ছেলে লামিম হোসেন এবং পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ৭ বছর বয়সী ছেলে আপন হোসেন। তারা মামাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লামিম তার মামাতো ভাই আপনকে নিয়ে গ্রামের পাশের খালে মাছ ধরতে যায়। তারা ছিপ দিয়ে মাছ ধরছিল।

এক পর্যায়ে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে যায় দু’জনেই। গভীর পানিতে পড়ে তারা সাঁতার না জানায় পানির স্রোতে ভেসে যায়।

পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে দ্রুত ছুটে আসে এবং অনেক খোঁজাখুঁজির পর শিশু দু’টিকে পানির

নিচ থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দোগাছি ও আড়ুয়াকান্দি গ্রামে শোকের ছায়া নেমে আসে।

শিশু দুটি যে পরিবারে জন্মেছিল, সে পরিবারে এখন বুকফাটা আহাজারি চলছে। একসঙ্গে দুই শিশুর প্রাণহানি গোটা এলাকায় শোকের মাতম নামিয়ে এনেছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে খালে মাছ ধরতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে মারা গেছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

বিশেষ করে বর্ষা মৌসুমে ও গ্রামাঞ্চলের খাল-বিলের পাশে শিশুদের একা না যেতে দেওয়ার পরামর্শ দেন তিনি। এদিকে, দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকা

জুড়ে শোকের আবহ বিরাজ করছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে সমবেদনা জানাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *