স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ঘিরে চলমান নানা ষড়যন্ত্রের সমালোচনা করেছেন দলটির
প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। তিনি বলেছেন, “জাতীয় পার্টি জি এম কাদেরের
নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। কোনো ষড়যন্ত্রই দলকে পথভ্রষ্ট করতে পারবে না।”
সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শরিয়তপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী সাইফুদ্দিন মিলন বলেন, সাম্প্রতিক সময়ে দলের নির্বাচনী প্রতীক ‘লাঙল’ নিয়ে কিছু বিভ্রান্তি
ছড়ানো হচ্ছে। এতে কর্মীদের মাঝে হতাশা তৈরি হয়েছে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই।
আইন ও গঠনতন্ত্র অনুযায়ী লাঙল প্রতীক কেবল
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের অধীনেই রয়েছে। তিনি আরও বলেন,অন্য কারও নামে
এ প্রতীক বরাদ্দ হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “দৃঢ় মনোবল নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যান।
জাতীয় পার্টি তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাবেই। প্রতিকূল যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল
ইসলাম ভূঁঞা ও ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল,
ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন, আক্তার হোসেন দেওয়ান, মো. হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব
এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, দফতর
সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, আবু ওয়াহাব, মো. নজরুল
ইসলাম, শরিয়তপুর জেলার এম এ হান্নান, মাহমুদুল হাসান (বাদল বন্দুকসি), সাহিদ সরদার, মুনিরুজ্জামান
মনজু, মো. রিপন মাদবর, মো. শাহাদাত খান, মো. হাবিবুর রহমান ও আনোয়ার হোসেন খোকন প্রমুখ।