জীবননগরের রায়পুরে ছাত্র শিবিরের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  (২৯ সেপ্টেম্বর )  বিকাল  ৪ টার দিকে  ইউনিয়নের বালিহুদা পশ্চিমপাড়া জামে মসজিদের

সামনে এ সমাবেশে স্থানীয় সুধীজন, ছাত্র-যুবক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহম্মদ।

তিনি বলেন, ছাত্রশিবির একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, সুশিক্ষিত

নেতৃত্ব তৈরি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই এ সংগঠন কাজ করছে।

 তিনি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ গঠনে নিজেদের ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জীবননগর থানা ছাত্রশিবির সভাপতি আমির হামজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসাদাহ ইউনিয়ন আমির

আখতারুজ্জামান, রায়পুর ইউনিয়ন আমির আমির হামজা, রায়পুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাসান শাহারিয়া, থানা ছাত্রশিবিরের সাবেক

সেক্রেটারি ইসমাইল হাসান ও শিক্ষক মহাম্মদ আলী মাস্টার।

বক্তারা বলেন, বর্তমান সমাজে তরুণদের মধ্যে নৈতিক অবক্ষয় বেড়ে চলেছে। এ অবস্থা থেকে

উত্তরণে ইসলামী মূল্যবোধ ও আদর্শভিত্তিক শিক্ষা অত্যন্ত জরুরি। তাঁরা ছাত্রশিবিরের সাংগঠনিক

কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে সমাজ সংস্কারে এগিয়ে আসার আহ্বান রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর থানা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ফাহিম হাসান।

সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে বক্তব্য শোনেন এবং ছাত্রশিবিরের এ উদ্যোগকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *