জীবননগর অফিস:-
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের
মানিকপুর গ্রামের ইজিবাইক চালক খোকন
মন্ডলকে(৪৫) নিখোঁজর দুই দিনের মাথায় তাকে অসুস্থ অবস্থায় বুধবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা এলাকা
থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
খোকন মন্ডল জানান, সোমবার সকাল ১১ টার দিকে মনোহরপুর আলার মোড় থেকে ৪ জন যাত্রীকে আটকবরের উদ্দেশ্যে ভাড়া নিয়ে যান।
পরে কার্পাসডাঙ্গা ছাড়িয়ে নির্জন পরিবেশে রাস্তায় গাড়ি থামানো হয়। সেখানে তাকে বিস্কুট খাওয়ানো হয়। এরপর থেকে তিনি আর কিছু মনে করতে পারে না।
এদিকে বুধবার (০১ অক্টোবর) বিকালে স্থানীয়
লোকজন তাকে ইজিবাইক ছাড়া রাস্তায় দেখতে পান। তাৎক্ষণিক ভাবে বিষয়টি পরিবার ও গ্রামবাসীকে জানানো হলে খোকন মন্ডলকে তারা পুলিশের
সহায়তায় উদ্ধার করে জীবননগর হাসপাতালে সন্ধ্যার দিকে ভর্তি করেন।
জীবননগর থানার চৌকস সাব-ইন্সপেক্টর রাসেল মিয়া বলেন,খোকন মন্ডল অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার ইজিবাইক গাড়ীটি খুইয়েছেন।
তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত সোমবার সকালে খোকন মন্ডল বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হন।
এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি আর বাড়ি ফিরে আসেননি।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার বাচ্চু মিয়া বলেন,খোকন মন্ডল পেশায়
একজন ইজিবাইক চালক। তাকে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে ভাড়ার কথা বলে নিয়ে বিস্কিটের
সাথে চেতনানাশক মিশিয়ে তা খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক গাড়ীটি হাতিয়ে নিয়ে গেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খোকন মন্ডলকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার
ব্যবস্থা করা হয়। তিনি মুলত: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইকটি খুইয়েছেন। ঘটনার ব্যাপারে থানাশ একটি সাধারণ ডাইরি করা হয়েছে।