জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২৫ টি পূজামন্ডপে সনাতন ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা
বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিদায়ের সুরে শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা।
সন্ধ্যা ছয়টার দিকে মনোহরপুর ভৈরব নদীতে
শিয়ালমারী শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির প্রথম প্রতিমা বিসর্জন দেয়। এরপর একে একে বিভিন্ন পূজামণ্ডপ
থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা নদীর তীরে পৌঁছায়। শঙ্খধ্বনি, উলুধ্বনি,
ঢাক-ঢোলের বাদ্য এবং দেবীবন্দনার গান পরিবেশকে ভরে তোলে।
এ বছর জীবননগরে ২৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিমা বিসর্জনকে ঘিরে ভৈরব
নদীর তীর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনী।
দৌলৎগঞ্জ শ্রী শ্রী কালী সিদ্ধেশ্বরী মন্দিরের সভাপতি পঙ্কজ দত্ত বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে
দুর্গোৎসব পালন করতে পেরে আমরা আনন্দিত। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা
প্রশংসনীয়। দেবীর কাছে প্রার্থনা করি, সব ধর্মের মানুষ মিলেমিশে সুন্দর বাংলাদেশ গড়ে তুলুক।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন
হোসেন বিশ্বাস জানান, প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি।
উপজেলায় ২৫টি পূজামণ্ডপেই শান্তিপূর্ণভাবে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সমাপ্ত হয়েছে।