আবু সাইদ শওকত আলী ,বিশেষ প্রতিনিধি:-
শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঝিনাইদহের
র্যাব-৬। জেলার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দিরের
নিরাপত্তা জোরদার করেছে তারা। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের হামদহ, বারোয়ারী,
জোড়াপুকুর, সদর থানার সামনে, পবহাটি বাবুপাড়া, আদর্শপাড়া, চাকলাপাড়া ও পাগলাকানাই মন্দিরসহ
বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম ইসলাম।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম ইসলাম জানান, ধর্মীয় উৎসব ঘিরে কোন ধরনের অপ্রীতিকর
পরিস্থিতি যাতে না ঘটে সেজন্যই কঠোর অবস্থানে রয়েছে তারা। জেলার পূজামন্ডপে আগত ভক্ত
ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও প্রশাসনসহ সমন্বিতভাবে কাজ করছে র্যাব।
পূজামন্ডপ ঘিরে সাদা পোশাকের পাশাপাশি সশস্ত্র টহল বাড়ানো হয়েছে।
অন্যদিকে পূজা উদযাপনকে কেন্দ্র করে নিরাপদ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগনকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।