জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলার পলাতক ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং ১ জন মাদকসহ হাতেনাতে পুলিশের নিকট আটক হয়েছেন।
থানা সূত্রে জানা যায়,জীবননগর অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেনে জীবননগর থানার নেতৃত্বে শনিবার ও রোববার বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯ জন
পরোয়ানাভুক্ত আসামি ও একজন নিয়মিত মাদক মামলার আসামিকে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। পরে তাদের সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মালিতাপাড়ার মৃত জগেন্দ্রনাথের ছেলে রাজু মন্ডল(৬০)। রাজু মন্ডলকে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে উপজেলার বাঁকা গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের মেয়ে জরিনা খাতুন(৪৫),নুরুন নাহার(৪১) এবং ছেলে জামাল
হোসেন(৫৫),জাহাঙ্গীর হোসেন(৪২),বাবুল সরদার(৫২),মেয়ে ফুলু খাতুন,পাঁকা গ্রামের সিদ্দিক আলীর ছেলে সাব্বির হোসেন(২৮),মৃত নুরু মিয়ার ছেলে সবুজ ইসলাম(২৮),মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আরিফুল
ইসলাম(২২)। গ্রেফতারকৃত সকল আসামীদেরকে রোববার সকালে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন,মাদক ও অপরাধ দমনে জীবননগর থানা পুলিশের এই অভিযান নিয়মিত ভাবে চলবে। কোনো অপরাধী আইনের বাইরে নয়।