জীবননগর অফিস:
ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংক খাতে চলমান নিয়োগে অবৈধ প্রভাব ওবিশেষ গোষ্ঠীরনিয়ন্ত্রণের
প্রতিবাদে এবং মেধাভিত্তিক নিয়োগ বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে
জীবননগর চ্যাংখালী রোডস্থ ইসলামী ব্যাংকের সামনে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বেকার যুবক এবং সাধারণ গ্রাহকরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. নূর ইসলাম, আবদুল্লাহ আল মামুন, রেজাউল করিম, এবং মোছা. তানিয়া পারভীন প্রমুখ।
বক্তারা বলেন,২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ও অন্যান্য ব্যাংকগুলোতে এস.
আলম গ্রুপ কতৃক প্রভাব খাটিয়ে একগুচ্ছ অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। এতে যোগ্য ও মেধাবী
প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, যা ব্যাংক খাতের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
তারা আরও বলেন, এস. আলম গ্রুপ কতৃক বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত ফেরত এনে ব্যাংকের আর্থিক
স্বচ্ছতা পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি ব্যাংকের সুনাম নষ্টে জড়িত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের
চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।বক্তারা অবিলম্বে ব্যাংক খাতে নিয়োগের
ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা “অবৈধ নিয়োগ বন্ধ করো””মেধার মূল্য দাও”, “ব্যাংক বাঁচাও—দেশ
বাঁচাও”—এমন নানা স্লোগান দিতে দিতে ব্যাংকের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন।অন্যদিকে
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে বিশেষ গোষ্ঠীর প্রভাব, ঋণ জালিয়াতি, এবং অর্থ
পাচার সংক্রান্ত অভিযোগের কারণে সাধারণ গ্রাহক ও চাকরি প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
এ অবস্থায় জীবননগরের এই কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।শেষে আয়োজকরা
ঘোষণা দেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে জেলা পর্যায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।