জীবননগর পৌর এলাকায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপি নেতাকর্মিদের লিফলেট বিতরণ

জীবননগর অফিস:

আসন্ন  ত্রয়োদশ  জাতীয়  সংসদ ননির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ (আলমডাঙ্গা–জীবননগর) আসনের

বিএনপি মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু (বাবু খান)-এর পক্ষে

জীবননগরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।সোমবার (৬ অক্টোবর) বিকেলে জীবননগর পৌর শহরের ৬নং ওয়ার্ডের বিভিন্ন

এলাকায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বাজার,দোকান,ব্যবসা প্রতিষ্ঠান,রাস্তাঘাট ও সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছেদেন।

লিফলেট  বিতরণ কালে বক্তারা বলেন,বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য

লড়াই করছে। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান

তারা। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং প্রার্থী মাহমুদ হাসান খানের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার ভোটারদের কাছে তুলে ধরেন।

বক্তারা আরও বলেন,মাহমুদ হাসান খান বাবু দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও জীবননগর অঞ্চলের ব্যবসাবাণিজ্য, শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি বিজিএমইএ’র সভাপতি হিসেবে দেশের রপ্তানি খাতে অবদান রাখার পাশাপাশি এলাকার অসহায়

মানুষের পাশে থেকেছেন। জনগণ তাকে নির্বাচিত করলে তিনি সততা, দক্ষতা ও উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের চিত্র পাল্টে দেবেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপি’র সভাপতি

শাহাজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান

ডাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, ও ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আরিফ।

এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিটন মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন

বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের

যুগ্ম আহ্বায়ক একরামুল, লিটন, তসলিম ও রজব আলী প্রমুখ নেতাকর্মীরা।

কর্মসূচির পুরো সময়জুড়ে নেতাকর্মীরা ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ফিরিয়ে আনুনএবং বাবু খান মানে

উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার এমন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর পৌর এলাকায় বিএনপির এই গণসংযোগ কর্মসূচি নির্বাচনী পরিবেশে

নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে নেতাকর্মীদের উষ্ণ শুভেচ্ছা বিনিময় হয়।

বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে জীবননগর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড

পর্যায়ে এ ধরনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *