জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গা জেলার জীবননগরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫।‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো—সযত্নে তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল–আমীন হোসেনের নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শতাধিক প্রবীণ নাগরিক অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রবীণদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল–আমীন হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন,
“আমরা যারা আজ নবীন, কাল তারাও প্রবীণ হবো। তাই প্রবীণদের প্রতি সম্মান, যত্ন ও ভালোবাসা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে প্রবীণ ব্যক্তিদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আগামী প্রজন্মের জন্য সম্পদ। তাদের চিকিৎসা, বিনোদন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব।”
তিনি আরও যোগ করেন যে, সরকার প্রবীণদের কল্যাণে বিভিন্ন ভাতা, চিকিৎসা সহায়তা ও সমাজসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে, যা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে পথ দেখানোর আহ্বান জানান এবং তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।
এসময় প্রবীণ নাগরিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের মধ্যে হাসিমুখে আনন্দ বিনিময়ের মুহূর্ত সৃষ্টি হয়। দিবসটি সফলভাবে পালনে সহযোগিতা করেন ওয়েভ ফাউন্ডেশন, লোকমোর্চা, শিকড় সমাজকল্যাণ সংস্থা, ভিএফডিও এবং পূরবী সংস্থা।
অনুষ্ঠান শেষে প্রবীণদের মধ্যে হালকা নাস্তার আয়োজন করা হয় এবং সমাজসেবা বিভাগের পক্ষ থেকে প্রবীণভাতা ও সেবা বিষয়ক তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়। এই দিবসের মাধ্যমে সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানান আয়োজকরা।