ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও ধর্মীয় অনুভূতি নিয়ে মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি শামীম আশরাফ, যিনি পেশায়
একজন গ্রাফিক ডিজাইনার এবং স্থানীয়ভাবে সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, সোমবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর গোলকিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত আনন্দিপুরী।
জেলা ডিবি (দক্ষিণ) বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন,ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে, ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে তার অনলাইন কার্যক্রম খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
তারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে মন্তব্য ছড়িয়ে পড়ার পর নগরীতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়ভাবে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিক্ষোভও লক্ষ্য করা গেছে। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান,শামীম আশরাফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, শামীম আশরাফ দীর্ঘদিন ধরে স্থানীয় ভাবে আওয়ামী লীগপন্থি সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি ‘গ্রাফিটি’ নামের একটি ডিজাইন প্রতিষ্ঠানের মালিক। বিভিন্ন সময় তিনি রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও প্রচারসামগ্রী ডিজাইন করে স্থানীয় নেতাদের সঙ্গে কাজ করেছেন বলে জানা গেছে।