নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ সমাবেশ

জীবননগর অফিস:

ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র আলকুরআনকে অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জীবননগর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, জীবননগর উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। সময় জীবননগর শহর জুড়েনারায়ে তাকবিরআল্লাহু আকবার”, “দীন ইসলাম জিন্দাবাদ”,আল কুরআনের

অপমান সইবে না মুসলমান”, “কুরআনের শত্রুরা হুশিয়ারসাবধানইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ  একটি  মুসলিম প্রধান দেশ। এই  দেশে থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পবিত্র আলকুরআনের মতো ধর্মীয় গ্রন্থকে অবমাননা করার দুঃসাহস দেখায়, তা কোনোভাবেই বরদাশত করা

হবে না। তারা বলেন, “অপূর্ব পাল কুরআন শরীফ নিয়ে যে অবমাননাকর পোস্ট দিয়েছে, তা কেবল ধর্ম নয়দেশের সংবিধান সামাজিক সম্প্রীতির জন্যও হুমকি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বক্তারা আরও বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হয়, তবে দেশব্যাপী আরও ব্যাপক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে

সময় সমাবেশ স্থলে জীবননগর থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিলেন। তারা পুরো অনুষ্ঠান জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখেন

উল্লেখ্য, গত শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র আলকুরআন শরীফকে অবমাননা করে বেশ কয়েকটি পোস্ট করেন। ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে

ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে ঐদিন রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়

অন্যদিকে, ঘটনার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন অপূর্ব পালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে এবং প্রাথমিকভাবে তাকে বহিষ্কার করে

সমাবেশে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী যে হোক না কেন, তাকে যেন আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় শেষে তারা শান্তিপূর্ণ উপায়ে ইসলামের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *