জীবননগর অফিস:চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জীবননগর মুক্তমঞ্চে এলইডি স্ক্রিনের মাধ্যমে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
বাংলাকে দেওয়া তারেক রহমানের দুই পর্বের সাম্প্রতিক সাক্ষাৎকার দেখানো হয়।
এই প্রদর্শনীর আয়োজন করে জীবননগর উপজেলা ছাত্রদল, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন।
সাক্ষাৎকার প্রচারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে রিমন বলেন,তারেক রহমান সাক্ষাৎকারে বলেছেন,
বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, শুধু তিনিই নন। তিনি প্রতিহিংসার কথা
বলেননি, বলেছেন ন্যায়বিচারের কথা। কারণ বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে।
তিনি আরও বলেন,“রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে স্বাধীন বিচার ব্যবস্থার কথা উল্লেখ আছে। বিচার ব্যবস্থা স্বাধীন হলে অন্যায়কারী কেউই রেহাই পাবে না।
সাক্ষাৎকার প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন
জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবীর,
সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দীন মঈন,
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, পৌর
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন বিশ্বস, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম,
সভাপতি পদপ্রার্থী ইমরান হোসেন ফরহাদ, আল-সামি, আনান, হাসাদাহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রিন্স, সিমান্ত ইউনিয়ন ছাত্রদলের সহ-
সভাপতি শামীম রেজা, মাহফুজ আলম, ছাত্রদল নেতা অয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং
স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত মুক্তমঞ্চে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে সাক্ষাৎকারটি উপভোগ করেন।