মহাম্মদপুরে গোসল  করতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম

আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চাপাতলা গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। গোসল করতে

গিয়ে একইসঙ্গে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ ঘটনা

ঘটে। শিশুদের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, শোকাবহ পরিবেশে কাঁদছে পুরো গ্রাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে চাপাতলা গ্রামের আনারুল ইসলাম-এর

মেয়ে তারিন আক্তার (৯), সাজ্জাদ হোসেন-এর

মেয়ে সিনথিয়া খাতুন (৮) এবং তরিকুল ইসলাম-এর মেয়ে তানহা খাতুন (৯) বাড়ির পাশে অবস্থিত একটি খালে গোসল করতে যায়।

প্রথমে তারা পানি খেলাধুলা করলেও কিছু সময় পর একে একে গভীর পানিতে তলিয়ে যায় তিনজনই।

প্রথমে একজন শিশুর না দেখা যাওয়ায় অন্য দুইজন তাকে বাঁচাতে পানিতে নামে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই আর উঠতে পারেনি।

কিছুক্ষণ পর আশপাশের লোকজন বুঝতে পেরে খালে নামেন এবং অনেক খোঁজাখুঁজির পর তিন

শিশুর নিথর দেহ উদ্ধার করেন। দ্রুত তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে

যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুর রহমান তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের মাতম। নিহত তিন শিশুর পরিবারসহ স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে চাপাতলা গ্রামের আকাশ-বাতাস।

হৃদয়বিদারক এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, “একসাথে তিনটি শিশুর মৃত্যু পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছে। এটি

সত্যিই এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। আমরা নিহত পরিবারগুলোর পাশে আছি।”

নিহত শিশুদের জানাজা শনিবার সন্ধ্যায় গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো

হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে শিশুদের পানিতে গোসল বা খেলাধুলার সময়

অভিভাবককে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চাপাতলা গ্রামে এখনো চলছে কান্না ও হাহাকার। তিনটি নিষ্পাপ প্রাণ হারানোর এই ঘটনা পুরো

মহম্মদপুর উপজেলাকে শোকাহত করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *